স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একদল গান পিয়াসু কিশোররা গঠন করেছে ব্যান্ডদল " একতারা "। ব্যান্ডের সবার বয়স আটারো বছরের কম।এবং তাদের গান গাওয়ার ধরণ ফোক।
শনিবার উপজেলার শহীদ মিনারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্যান্ড সংগঠনটি আত্মপ্রকাশ করে। এতে ব্যান্ডের সদস্যরা গান পরিবেশন করে।
ব্যান্ডটিতে প্রধান ভোকাল হিসাবে কল্লোল চন্দ্র পল্লব, সহকারী ভোকাল তানভীর আলম ও প্রধান লিড গিটারিষ্ট তম্ময় তীর্থ, সহকারী গিটারিষ্ট তমাল দেব এবং ড্রামে আছেন জয়দীপ দে।
দলনেতা কল্লোল চন্দ্র পল্লব বলে, " ছোট হিসাবে আমরা একটি ব্যান্ডদল গঠন করতে পারব তা কল্পণার বাহিরে, অভিষেক অনুষ্ঠানে বেশ সমর্থন পেয়েছি। " " যা সবার কাছে প্রশংসনীয় হয়েছে। "