মৌলভীবাজারে ম্যাটস্ শিক্ষার্থীদের মৌন মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ উচ্চ শিক্ষা সহ চার দফা দাবী আদায়ে ম্যাটস শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজারে মৌন মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখা। ৩০ এপ্রিল রবিবার সকাল ১১ টায় শহরের প্রেসক্লাব মোড়ে ঘন্টা ব্যাপী এ মৌন মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা: মোস্তাকুর রহমান পলাশ, ডা: মো: সাইদুর রহমান, ডা: মিজানুর রহমান, ডা: স্বপন তালুকদার, ডা: এনামুল হক, ডা: রাহুল কান্তি দাস, ডা: আবুল হাসনাত, ডা: ইফতেখার হোসেন, ডা: মুর্শেদ রাজা, ডা: অংকন দাস সহ ম্যাটস্ শিক্ষার্থীরা। ম্যাটস্ শিক্ষার্থীদের চার দফা দাবী দাবী সমূহ হচ্ছে, বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা। মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। কমিউনিটি ক্লিনিকে সরকারীভাবে ১০ গ্রেডে নিয়োগ ও বেসরকারী ক্লিনিক ও বেসরকারী হাসপাতালে ম্যাটস্ থেকে পাসকৃত ডিপ্লোমা পদ সূষ্টি ও বাস্তবায়ন করা। ইন্টর্ণশীপে ভাতা প্রদান করা।

Post a Comment

Previous Post Next Post