এমপিদের ফেসবুক ভেরিফাইড হবে

এমপিদের ফেসবুক ভেরিফাইড হবে
নিউজ ডেস্কঃ সংসদ সদস্যদের ফেসবুক আইডি ও পেইজ ভেরিফাইড করার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রতিমন্ত্রী বলেন, 'অনেক সময় এমপিদের নামে ভুয়া অ্যাকাউন্ট পরিচালনার মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা অনেক স্পর্শকাতর একটি বিষয়। তাই ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আমাদের সকল এমপির ফেসবুক আইডি ও পেইজ ভেরিফাইড করে দেবে। '

তিনি জানান, ফেসবুক কর্তৃপক্ষ নারীর প্রতি সহিংসতা রোধেও দৃশ্যমান পদক্ষেপ নেবে। এ সময় মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post