পহেলা বৈশাখ উদযাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

পহেলা বৈশাখ উদযাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা
নিউজ ডেস্কঃ পহেলা বৈশাখ উদযাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা নিউজ ডেস্কঃ পহেলা বৈশাখে সিলেটবাসীর নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে নগরবাসীর সহয়তা কামনা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব গোলাম কিবরিয়া। বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (গণমাধ্যম) মো. জেদান আল মুসা প্রেরিত এক বার্তায় বলেন- এতদ্বারা সিলেট মেট্রোপলিটন এলাকার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে- আগামী ১৪ এপিল দেশব্যাপী পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ-১৪২৪) উদযাপিত হবে। বাংলা বর্ষবরণ শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে কিছু নির্দেশনাসমূহ অনুসরণের জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। নির্দেশনা গুলো হচ্ছে: ১. বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে এস এম পি এর সংশ্লিষ্ট থানা এবং উপ পুলিশ কমিশনার এর কার্যালয়কে অবহিত করতে হবে। ২. উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠানসমূহ বিকাল ৫ টার মধ্যে অবশ্যই শেষ করতে হবে। ৩. সিলেট মেট্রোপলিটন এলাকায় কোন ধরণের আতশবাজি, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। ৪. মোটর সাইকেলে চালক ব্যতিত অন্য কোন আরোহী বহন করা যাবে না। ৫. একযোগে বা দলগতভাবে মোটর সাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। ৬. বর্ষবরণ অনুষ্ঠানে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকে নিরুৎসাহিত করা হলো। ৭. খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে সিলেট মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করা যাবে না এবং কোন ধরণের রং ছিটানো যাবে না। ৮. অনুমোদিত অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন/ ভিডিও চিত্র ধারণ এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৯. বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনকারী কর্তৃপক্ষকে অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ১০. বর্ষবরণ অনুষ্ঠান আয়োজক কর্তৃপক্ষকে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী নিয়োগ করে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা ও অনাকাক্সিক্ষত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে। সিলেট মেট্রোপলিটন এলাকার নগরবাসীর বর্ষবরণ উদযাপনের এবং সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তিশৃঙ্খলা, অপরাধ দমন এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান উপভোগের স্বার্থে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে।

Post a Comment

Previous Post Next Post