নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানার আত্মঘাতী হওয়ার আগে জঙ্গিরা তাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ও নগদ টাকা-পয়সা পুড়িয়ে ফেলে। যেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে সহযোগীদের কোনও সন্ধান না পায় এবং সাংগঠনিক কোনও সিদ্ধান্তের কথা না জানতে পারে। গত বছরের ১ জুলাই রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর ধারাবাহিক যেসব অভিযান চালিয়েছে কাউন্টার টেরোজিম ইউনিট, সেসব আস্তানায়ও অভিযানের সময় জঙ্গিরা গুরুত্বপূর্ণ নথিপত্র ও নগদ টাকা পুড়িয়ে ফেলে।
এ ব্যপারে কাউন্টার টেরোজিম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অপারেশনের চাপের মুখে জঙ্গিরা যখন বুঝতে পারে, তাদের আর পাল্টা প্রতিরোধ করার সক্ষমতা নেই, তখন তারা নিজেদের কাছে থাকা নথিপত্র পুড়িয়ে ফেলে। এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত বলে বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া জঙ্গিরাও বলেছে।’
