বিনোদন ডেস্কঃ বলিউডে আজকাল তেমন একটা নিয়মিত নন চিরসবুজ অভিনেত্রী কাজল। সর্বশেষ তিনি পর্দায় হাজির হয়েছিলেন ‘দিলওয়ালে’ ছবিতে প্রিয় বন্ধু শাহরুখ খানের বিপরীতে। এরপর থেকে সংসার আর সন্তান সামলাতেই বেশি ব্যস্ত কাজল।
তবে এরই মধ্যে জানা গেল সম্প্রতি রজনীকান্তের পরিচালনায় একটি তামিল ছবিতে অভিনয় শেষ করলেন কাজল। এ ছবিটি দিয়ে প্রায় দুই যুগ পর আবারও দক্ষিণের ছবিতে দেখা যাবে ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির নায়িকাকে।
‘ভিআইপি ২’ নামে রজনীকান্তের পরিচালনায় ছবিটির শুটিং শেষ হয়েছে গত বুধবার (৫ এপ্রিল)। ছবিটিতে নায়কের ভূমিকায় দেখা যাবে রজনীর মেয়ের জামাই ধানুশকে। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে জুনে মুক্তি হিন্দী ও তামিল ভাষায় মুক্তি দেয়া হবে ছবিটি।
প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯৭ সালে ‘সাপনে’ নামের একটি ছবিতে অরবিন্দ স্বামী ও প্রভুদেভার সঙ্গে অভিনয় করেছিলেন কাজল।