মার্কিন বোমা হামলায় ২০ ভারতীয় জঙ্গি নিহত

মার্কিন বোমা হামলায় ২০ ভারতীয় জঙ্গি নিহত
অনলাইন ডেস্কঃ আমেরিকার বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৩৬ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার আইএস ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তানে সুপার-বম্ব ফেলে মার্কিন সেনাবাহিনী। ওই হামলায় ভারতের কেরালা থেকে যাওয়া ২০ আইএস জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে কলকাতা টুয়েন্টিফোর।

পেন্টাগন জানায়, আমেরিকা জিবিইউ-৪৩ বোমা ফেলেছে আফগানিস্তানের নানগড়হরে। ওই হামলায় মোট ৩৬ জঙ্গি নিহত হয়। তবে এতে কোনো বেসামরিক মানুষ হতাহত হননি।

মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল জন নিকোলসন জানিয়েছেন, গুহা ও বাংকারগুলিকে লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। যেখানে আস্তানা বেঁধেছিল খোরাসানি আইএসরা।

Post a Comment

Previous Post Next Post