অনলাইন ডেস্কঃ মাধবপুর উপজেলার ইটাখলা রেলস্টেশনের অদূরে ব্রিজ মেরামত কাজ বিলম্ব হওয়ায় সিলেট রুটের আংশিক এলাকায় ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, যাত্রী দুভোর্গের কথা চিন্তা করে রেল কর্তৃপক্ষ সিলেট থেকে নোয়াপাড়া ও ঢাকা-চট্টগ্রাম থেকে মনতলা পযর্ন্ত ট্রেন চলাচলা শুরু করেছে।
সূত্র জানায়, সিলেট থেকে নোয়াপাড়া পযর্ন্ত আন্তনগর ট্রেন পাহাড়ি এক্সপ্রেস ও একটি ডেমু ট্রেন দিনে দুই বার চলাচল করবে। অপরদিকে ঢাকা থেকে জয়েন্তিকা ও চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আসা-যাওয়া করবে মনতলা স্টেশন পযর্ন্ত।
রেলওয়ে সূত্র জানায়, ১৯৪১ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। পুরাতন হয়ে যাওয়ায় প্রায় এক বছর আগে এটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এ বছরই ব্রিজটি নতুন করে নির্মিত হওয়ার কথা ছিল। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেল লাইনের আধুনিকায়নে ব্রডগ্রেজ লাইন নির্মিত হলে পুরাতন সব ব্রিজ ভেঙে নতুন করে নির্মিত হবে।
শায়েস্তাগঞ্জ জংশনের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) রুহুল আক্তার বলেন, ঝুকিপূর্ণ ব্রিজটির মেরামত কাজ দ্রুত চলছে। কাজ শেষ করতে সোমবার পযর্ন্ত লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, আগামী মঙ্গলবার এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার ভোর রাতে ইটাখলা রেল স্টেশনের অদূরে ৫৫ নং ব্রিজটি পাহাড়ি ঢলে ধসে যাওয়ায় সকাল থেকে সারাদেশের সঙ্গে সিলেট রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে বিভাগের মহাপরিচালক মো. আমজাদ হোসেন জানান, অবৈধ বালু ব্যবসায়ীরা ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন করায় ব্রিজটি অবস্থা নাজুক হয়ে পড়েছে।
