যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান নিরাপত্তা চুক্তি স্থগিত করেছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান নিরাপত্তা চুক্তি স্থগিত করেছে রাশিয়া
অনলাইন ডেস্কঃ সিরিয়ায় রাসায়নিক হামলার জেরে দেশটির একটি বিমান ঘাঁটিতে অন্তত ৫০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন নৌবাহিনী। বিমান হামলার পর আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বিমান নিরাপত্তা চুক্তি স্থগিত করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, সিরিয়ার আকাশে মার্কিন ও রাশিয়ার যুদ্ধবিমানের সংঘর্ষ এড়িয়ে চলার জন্য যে সমঝোতা চুক্তি করা হয়েছিলো, তা স্থগিত করা হয়েছে।

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে ২০০৩ সালে ইরাকে চালানো বুশ প্রশাসনের হামলার অন্যরূপ আখ্যা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইতি টানতে পারে রাশিয়া।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমধ্যসাগর থেকে যুক্তরাষ্ট্রের দু’টি যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ওই হামলায় ঘাঁটিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইদলিবে বিমান থেকে চালানো রাসায়নিক গ্যাস হামলার জবাবেই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ‘সিরিয়ার চালানো রাসায়নিক হামলার জবাবে আমি সামরিক স্থাপনায় ওই হামলা চালানোর নির্দেশ দিয়েছি। এই মারাত্মক রাসায়নিক অস্ত্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

২০১৩ সালের রাসায়নিক হামলায় প্রায় এক হাজার ৩০০ মানুষ নিহত হন। ওই হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর কথা বলেছিলেন। আর টুইটারে তার সমালোচনার ঝড় তুলেছিলেন ট্রাম্প।

এবারে রাসায়নিক গ্যাস হামলায় ৮৬ জন নিহত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ২০১৩ সালের আগস্টে সারিন গ্যাস হামলার অভিযোগ ওঠার পর এটিই সবচেয়ে ভয়াবহ রাসায়নিক হামলা। সরকারবিরোধী বিদ্রোহীরা এই হামলায় সরকারি বাহিনী ও রাশিয়াকে দুষলেও এ দাবি অস্বীকার করেছে সিরিয়া।

রাশিয়া বলছে, জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা মার্কিন আগ্রাসন বলেই বিবেচিত হবে। অবশ্য সৌদি আরব হামলা সমর্থনে বক্তব্য দিয়েছে। তবে আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা সিরিয়ার মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

সূত্র : রয়টার্স, বিবিসি।

Post a Comment

Previous Post Next Post