ময়নুর রহমান সাহান: কুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজার ইউনিয়ন যুবলীগের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৬ই এপ্রিল রোজ বৃহস্পতিবার কুলাউড়া উপজেলা যুব লীগের সভাপতি মো:বদরুল ইসলাম বদর ও সাধারণ সম্পাদক মোঃআব্দুস শাহীদ এর সাক্ষরিত অনুমোদন এর মাধ্যমে ব্রাম্মনবাজার যুবলীগের ৬১সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়। কমিটিতে সভাপতি মোঃ ফয়জুল ইসলাম ছুটই, সহ-সভাপতি রশিদ আহমদ শেফুল, সোলেমান হোসেন, জাহাঙ্গীর শাহ, এম.এ.মান্নান, আনোয়ার হোসেন জুয়েল, মোঃ নামর আলী, মোঃ বয়োজিদ আহমদ, সাধারণ সম্পাদক মিজাজুর রহমান চৌধুরী পারভেজ, যুগ্ম সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, অমিত ভট্টাচার্য্য, খালেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আতিক খান জয়, ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য, মিজানুর রহমান আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো:ফয়ছল আহমদ, দপ্তর সম্পাদক জীবনানন্দ রায় চৌধুরী জয়, অর্থ সম্পাদক মাধব ধর, ত্রান সম্পাদক মো:ময়নুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো:ফজর আলী, সাংস্কৃতিক সম্পাদক গৌতম পুরকায়স্ত, ক্রীড়া সম্পাদক আব্দুর রউপ রিয়েল, স্বাস্ত্য ও পরিবেশ সম্পাদক উজিৎ নারায়ন পাশি, কৃষি ও সমবায় সম্পাদক মো:খায়রুল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো:ফয়ছল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছা:পারভিন আক্তার, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপুল গোয়ালা, উপ দপ্তর সম্পাদক মো:খায়রুল ইসলাম, সহ সম্পাদক অরুপ চক্রবর্তী, বিশ্বজিৎ দেব, আব্দুল মতিন, প্রেমানন্দ বিশ্বাস, সুয়েব আহমদ, নামর আলী, আব্দুস সামাদ চৌধুরী, মো জমশেদ আহমদ, বিনয় বিশ্বাস। সদস্য বৃন্দরা হলেন বিমলেন্দু সেন কৃষ্ণ, আবুল হাই শামীম, মো খালেদুর রহমান জুবের, আশরাফুল আলম কামরান, মো আব্দুল মতিন, মো ইলিয়াছ মিয়া, খন্দকার কামাল উদ্দিন, মো:রাশেল আহমদ, আব্দুর রাজ্জাক রাজা, মো:সাইফুল ইসলাম, লিটন কপালী, খন্দকার বাবলু, মোঃ তরিকুজ্জামান, শিমুল দেব , মোঃ নাজিম উদ্দিন, সুগ্রিব দাস, মোঃ সিরাজ মিয়া, শ্যামলাল পাশী, আব্দুল করিম মধু, মোঃ রিপন আহমদ, বিজন বিশ্বাস, শাহিন মিয়া, শিহাব উদ্দিন শিপলু।