সুইডেনে ট্রাক হামলায় নিহত ৩, গোলাগুলি

সুইডেনে ট্রাক হামলায় নিহত ৩, গোলাগুলি
অনলাইন ডেস্কঃ সুইডেনের স্টকহোমে ট্রাক হামলায় অন্তত তিন জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় বিকেল তিনটার দিকে শহরের অন্যতম ব্যস্ত সড়ক কুইন স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে। সুইডিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফক্স নিউজ এ খবর প্রকাশ করেছে।

সুইডিশ পুলিশ জানিয়েছে, কুইন স্ট্রিটের একটি দোকানের মধ্যে একটি ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে। এ সময় গুলির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ কারণে এটিকে সন্ত্রাসী হামলা বলেই মনে করছে পুলিশ।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন বলেছেন, সবকিছু ইঙ্গিত দিচ্ছে যে, স্টকহোমর ট্রাক দুর্ঘটনা ‌‘সন্ত্রাসী হামলা’। দেশটির গোয়েন্দা সংস্থা বলছে, ট্রাক চালিয়ে দেয়ার এ ঘটনাকে তারা ‌‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছেন। এদিকে হামলার পর আশ-পাশের এলাকা থেকে লোকজনকে শহরে প্রবেশে সতর্কতা জারি করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post