মোহাইমিনুল ইসলাম মাহিনঃ আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘আসুন, বিষণ্নতা নিয়ে কথা বলি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো দিবস পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুলাউড়ায় র্য্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্য্যালীটি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে যাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদখিন করে। র্য্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল আহাদ। এছাড়াও কুলাউড়া স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলে।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সারা বিশ্বে বিষণ্ণতায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩০০ মিলিয়ন বা ৩০ কোটির বেশি। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বব্যাপী এ রোগের ব্যাপকতা বেড়েছে ১৮ শতাংশ। বিষণ্ণতার কারণে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ আত্মহত্যা। উন্নত দেশগুলোয় বিষণণ্ণতায় আক্রান্তদের ৫০ ভাগ মানুষ চিকিৎসা গ্রহণ করেন না। এ রোগে আক্রান্ত রোগীদের ৮০ ভাগই বাস করেন নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। এ রোগ থেকে মানুষকে বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদস্য রাষ্ট্রগুলোকে জাতীয় স্বাস্থ্য বাজেটের নুন্যতম ৩ শতাংশ মানসিক স্বাস্থ্যসেবায় ব্যয়ের পরামর্শ দিয়েছেন।