নতুন জলবায়ূ পরিবর্তন নীতিমালায় স্বাক্ষর করলেন ট্রাম্প

নতুন জলবায়ূ পরিবর্তন নীতিমালায় স্বাক্ষর করলেন ট্রাম্প
অনলাইন ডেস্কঃ ওবামা প্রশাসনের কথিত 'সর্বনাশা' জলবায়ূ পরিবর্তন নীতিমালা রোধ করে একটি নতুন নীতিমালায় স্বাক্ষর করেছেন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প মনে করেন নতুন এই নীতিমালা 'কয়লার যুদ্ধ' ও 'কর্মসংস্থান নাশক নীতি'কে রোধ করবে। 'এনার্জি ইন্ডিপেনডেন্স এক্সিকিউটিভ অর্ডার' নামের এ নীতমালায় দূষনমুক্ত জ্বালানী পরিকল্পনায় নিয়মকানুন আমূল বদলে পরিবেশ সূরক্ষার প্রতি নজর দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে পূর্বের নীতমালার ছয়টিরও বেশী 'ক্ষতিকারক' প্রস্তাবনা বাদ দিয়ে 'জীবন্ত জীবাশ্ম' বা ফসিল ফুয়েলের দিয়ে গুরুত্ব দেয়া হয়েছে। ব্যবসায়িক সংগঠনগুলি নতুন এ প্রস্তাবনার প্রশংসা করলেও পরিবেশবাদী সংগঠনগুলি ট্রাম্পের নীতিমালার বিরোধিতা করেছেন। হোয়াইট হাউসের বাইরে প্রায় শতাধিক মানুষ নতুন এই নীতিমালার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রশাসন কয়লার জন্য যুদ্ধ শেষ করতে চায়। তিনি বলেন, 'এই নীতিমালার মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি যেটা আমেরিকার জ্বালানি সুরক্ষা করবে এবং কর্মসংস্থান নাশক নীতিকে পুরোপুরি রোধ করবে।

Post a Comment

Previous Post Next Post