বিশেষ প্রতিনিধিঃ সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বসেছিল বেঙ্গল সংস্কৃতি উৎসব। গত ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া দশ দিনব্যাপী এ উৎসব শেষ হয়েছে গতকাল শুক্রবার। বাঙালি সংস্কৃতির নানা কৌণিক দিক প্রতিফলিত করার প্রয়াসে ‘মানবিক সাধনায়’ স্লোগানে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে এ সংস্কৃতি উৎসব ছিল সিলেটের ইতিহাসেব সর্ববৃহৎ সাংস্কৃতিক আয়োজন।
শেষ দিনে দর্শকরা উপভোগ করেছেন নাটক, চলচ্চিত্র, কবিতা, যন্ত্রসঙ্গীত আর গানসহ নানা আয়োজন।
আজ হাসন রাজা মঞ্চে রাত সোয়া আটটার দিকে উঠেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। শুরুতেই তিনি নিজেকে সিলেটের পুত্রবধূ দাবী করে জানান, তার শ্বশুরবাড়ী এই সিলেটের মাটিতেই। সিলেট নগরীর আম্বরখানা এলাকায় তার শ্বশুর বাড়ী।
‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি’ গান দিয়ে শুরু করেন পরিবেশনা। তারপর হাওয়া হাওয়া খ্যাত জনপ্রিয় গান ‘হাওয়া লাগিয়ে প্রাণে’ পরিবেশন করে দর্শক হৃদয়ে সঙ্গীতের হাওয়া ছড়িয়ে দেন।
সিলেটের দর্শকদের বিশ্বের সেরা দর্শক উল্লেখ করে তিনি নিজ ধারা থেকে বের হয়ে একটি ফোক গান এবং রাধারমনের গানও গেয়ে শোনান।
সবশেষে ‘গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ, আমার মন ভূলায় রে...’ গেয়ে দর্শকদের সুরের বন্যায় ভাসিয়ে দেন সিলেটি বধূ বন্যা ।