বিশেষ প্রতিনিধিঃ দি
হাঙ্গার প্রজেক্ট এর কান্ট্রি ডিরেক্টর ড: বদিউল আলম মজুমদার বলেছেন
আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাব একজন সাধারণ গান্ধী থেকে
কিভাবে উনি মহাত্মা গান্ধী তে পরিণত হয়েছেন, তিনি আজ বিশ্ব শান্তির মডেল।
তিনি যেদিন মারা যান সে দিন বিশ্ববাসী কেঁদেছিল। তার দেশপ্রেম এত টাই সজাগ
ছিল, যার কারন বশত ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি অনেক অগ্রণী ভূমিকা পালন
করেন। তাই আজ তিনি মহাত্মা গান্ধী । তাহলে আপনারা শিক্ষিত তরুনরা কেন
পারবেননা এই দেশ টাকে বদলে দিতে, সুন্দর শান্তির সম্প্রীতির বাংলাদেশ গড়তে।
আমরা সমাজ ও রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। আমাদের সেই দায়বদ্ধতা থেকেই কাজ
করতে হবে। আমাদের ছোট ছোট বাধা গুলো পেরিয়ে উঠতে হবে। তাই আমাদের সবাইকে এক
সঙ্গে কাজ করতে হবে যার যার অবস্থান থেকে। তিনি আর বলেন যারা ইয়ূথ এন্ডিং
হাঙ্গার বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে তারা কখনো বিপথগামী হয় নি। তারা ভাল
পথে চলছে। অথচ আপনাদের মত তরুনরা আজকে নানা রকম বিপদের সম্মুখীন, তারা নানা
অপরাধমুলক কাজ করে যাচ্ছে। এই সংঘটন টি আপনাদের কে ট্রেনিং করানোর পর
বুঝিয়ে দেয় কিভাবে সঠিক নেতৃত্বের বিকাশ ঘটানো যায়। আপনারাই পারবেন প্রতিটি
সমস্যাকে সমাধান এর পথ বের করতে।
শনিবার
বিকাল ৩ ঘটিকায়, সিলেট ফরচুন গার্ডেন হোটেলে, সিলেট ইয়ূথ এন্ডিং হাঙ্গার
এর ইয়ুথ ফলোআপ মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা গুলো বলেন। আর
বক্তৃতা রাখেন হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার দিলিপ সরকার,
হাঙ্গার প্রজেক্ট সুনামগঞ্জ জেলা সমন্বয়কারি আব্দুল হালিম, হবিগঞ্জ জেলা
সমন্বয়কারি আকতারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ফেসিলিটেটর কামাল আহমদ গাজী, ইয়ুথ লিডারদের মধ্যে
উপস্থিত ছিলেন, শিরিন, মিনহাজ, সাকিব, রাজু, এনামুল, আনসারিয়া, জয়,
রবিউল, ফাহিম, সেলিম, লিজা, সালাম, জেরিন, ফাবলিহা, পলি, ফাহিম, জাহেদ,
দিয়া, মফিজ, সারওয়ার, দেলোয়ার, সাদিয়া, ফাতেমা, শিপার, আবিদ, আলামিন,
দিপালি, সুমন, দিলিপ, ইকবাল, সুদিপ্ত, আশিক, রাজিব প্রমুখ।
