বদরুলের বিরুদ্ধে রায়ের তারিখ ধার্য হতে পারে আজ

বদরুলের বিরুদ্ধে রায়ের তারিখ ধার্য হতে পারে আজ
নিউজ ডেস্কঃ সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলায় আজ বুধবার বদরুলের বিরুদ্ধে রায়ের তারিখ ধার্য হতে পারে। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ রায়ের তারিখ ধার্য হতে পারে।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, আজ বুধবার আদালতে খাদিজা হত্যাচেষ্টা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এরপর আদালত রায়ের তারিখ ধার্য করতে পারেন।

গত ২৬ ফেব্রুয়ারি খাদিজা হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ হয়। ওইদিন আদালতে সাক্ষ্য দেন খাদিজা।

খাদিজা হত্যাচেষ্টা মামলায় মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। সর্বশেষ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন খাদিজা।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

Post a Comment

Previous Post Next Post