মাশরাফি বাসের ফ্লোরে ঘুমানোয় সোশ্যাল মিডিয়ায় আলোড়ন

মাশরাফি বাসের ফ্লোরে ঘুমানোয় সোশ্যাল মিডিয়ায় আলোড়ন
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে কলোম্বো পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাম্বুলাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ‘ফাইনাল’ এ পরিণত হয়েছে। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে এই ম্যাচ আগামি ১ এপ্রিল সকাল ১০ টায় ম্যাচটি শুরু হবে। ডাম্বুলা থেকে কলম্বোর দূরত্ব একেবারে কম নয়। বাসে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে। বাংলাদেশ দল প্লেনে না চড়ে বাসেই গিয়েছে কলম্বোতে। ডাম্বুলা থেকে শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে রওয়ানা দেয় বাংলাদেশ দল। সাড়ে তিন ঘন্টার যাত্রা শেষে দুপুর সোয়া দুইটার দিকে কলম্বোতে গিয়ে পৌঁছায় ফুরফুরে মেজাজে থাকা মাশরাফিবাহিনী। বাসে কলম্বো যাওয়ার ছবি ফেসবুকে শেয়ার করেছেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা পেসার তাসকিন আহমেদ। ছবিতে দেখা যায়, মাশরাফি বাসের মধ্যেই শুয়ে ঘুম দিয়েছে। আর সেটা দেখে বিভিন্ন মন্তব্য করেছেন মাশরাফি ভক্ত। নিচে মাশরাফিদের মন্তব্যগুলো তুলে ধরা হলো। Mohaiminul FaHad: ভাবা যায় উনি একটা টিমের ক্যাপ্টেন? অহংকারহীন মানুষ, সবার হৃদয়ে জায়গা এই লোকটার...এরকম দেখলে কার না গর্ব হয় বলুন? স্যালুট এমনিতেই চলে আসে। Mozammel Khan Rain: হাহাহা বাসের সিটের নিচে:P কতটা নিরহংকারী মানুষ বুঝাই যাচ্ছে! love you #MASH Kazi Tarif: ম্যাশ ভাইয়াকে একটু শান্তিতে ঘুমাতে দাও। শ্রান্ত ক্লান দেহ ঘুমের কাছে হার মানিয়েছে।যিনি লড়াই করে যাচ্ছেন ১৬কোটি মানুষ একটি লাল সবুজের পতাকার জন্য।ম্যাশ ভাইয়া দীর্ঘজীবি হও অনেক দোয়া রইলো। Tanveir Shahin তোমাকে দেখলে মাঝে মধ্যে আমার চোখের কোনে জল খেলা করে। পরমূহুর্তে আবার বুকটা গর্বে ফুলে উঠে । স্যালুট তোমায় বস। Mohammad Mehedi Hasan: আমি ৭জন বীরকে দেখিনি But#মাশরাফি ভাইকে দেখে উপলব্ধি করি বীররা বুঝি এমনই।নিজেদের থেকেও দেশকে অতিরিক্ত কিছু দেয়। নিপা আহসান: এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন । দ্যা রিয়েল হিরো ।এর জন নিরহংকারী সাদা মনের মানুষ । লাভ ইউ মাই হিরো । উই আর প্রাউড অব ইউ। Mokidur Rana: হা হা হা বাসের সিটের নিচে কতটা নিরহংকারী মানুষ বুঝাই যাচ্ছে ম্যাশ ভাইয়াকে একটু শান্তিতে ঘুমাতে দাও। শ্রান্ত ক্লান দেহ ঘুমের কাছে হার মানিয়েছে। যিনি লড়াই করে যাচ্ছেন ১৮ কোটি মানুষ একটি লাল সবুজের পতাকার জন্য।ম্যাশ ভাইয়া দীর্ঘজীবি হও অনেক দোয়া রইলো স্যালুট বস্। ভাবা যায় উনি একটা টিমের ক্যাপ্টেন?অহংকারহীন মানুষ, সবার হৃদয়ে যায়গা এই লোকটার...এরকম দেখলে কার না গর্ব হয় বলুন? স্যালুট এমনিতেই চালে আসে। ডাম্বুলাতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের উৎসব করতে পারতো বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ লঙ্কানদের বেধে দেওয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছে, তখনই হানা দেয় বেরসিক বৃষ্টি। বৃষ্টি বাঁধায় শেষপর্যন্ত দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিকে শেষ ওয়ানডে ম্যাচটি হারলেও সিরিজ খোয়াতে হচ্ছে না বাংলাদেশকে। টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজও ভাগাভাগি করতে হবে শ্রীলঙ্কার সাথে। তবে শ্রীলঙ্কার জন্য বাঁচা মরার লড়াই এটা। হারলেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে বাংলাদেশ। যেটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।

Post a Comment

Previous Post Next Post