রেফারিকে কি এমন বলেছিলেন মেসি?

রেফারিকে কি এমন বলেছিলেন মেসি?
অনলাইন ডেস্কঃ বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগেই বজ্রপাতের মতো এলো খবরটা। আর্জেন্টাইন ফুটবল দল যখন লাপাজে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার ওপরে স্বাগতিকদের মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই ফিফার পক্ষ থেকে খবর এলো- চার ম্যাচ নিষিদ্ধ মেসি। এর অর্থ, বলিভিয়ার বিপক্ষে তো খেলতেই পারবেন না, এরপর বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং পেরুর বিপক্ষেও মাঠে নামতে পারছেন না আর্জেন্টিনার বার্সা তারকা। মেসির বিরুদ্ধে অভিযোগ, গত সপ্তাহে নিজেদের মাঠে চিলির বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে সহকারী রেফারি (লাইন্সম্যান) এমারসন কারভালহোর সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন। এ কারণেই মূলত ফিফা তার ওপর এত বড় একটি নিষেধাজ্ঞা আরোপ করল। কিন্তু প্রশ্ন হলো, সহকারী রেফারি এমারসনের সঙ্গে আসলে কী বাজে ব্যবহার করেছিলেন মেসি? এমন কী বলেছিলেন মেসি যে তাকে এত বড় শাস্তি পেতে হবে? চিলির বিপক্ষে আর্জেন্টিনার ১-০ ব্যবধানে জয়ের একমাত্র গোলটি করেছিলেন মেসি। ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল.কম জানাচ্ছে, ওই ম্যাচ শেষে নিয়মানুযায়ী রেফারিরা যে রিপোর্ট জমা দেন, সেখানে মেসির এই বাজে ব্যবহার নিয়ে কোনো অভিযোগই ছিল না। ওই ম্যাচেরই দ্বিতীয়ার্ধে নাকি এমারসনকে বাজে কথা বলেছিলেন মেসি। গোল.কমের রিপোর্টেই বলা হচ্ছে, রেফারিদের মূল রিপোর্টে এ সম্পর্কে কোনো অভিযোগ লেখা না হলেও গত সোমবার হঠাৎই এমারসন কারভালহোর পক্ষ থেকে মেসির বাজে ব্যবহার সম্পর্কে রিপোর্ট জমা দেয়া হয় লাতিন আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবলের কাছে। কী অভিযোগ ছিল নতুন সেই রিপোর্টে? এমারসন কারভালহো অভিযোগ করেছেন, চিলির বিপক্ষে সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসি নাকি তাকে তার মা’র নাম নিয়ে গালাগালি দিয়েছিলেন। রিপোর্টে গালিটা পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন কারভালহো। এমনকি ম্যাচ শেষে সহকারী রেফারির সঙ্গে হ্যান্ডশেকও করেননি মেসি। কনমেবলের কাছ থেকে এই রিপোর্ট চলে যায় ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে। সবশেষে খেলোয়াড় আচরণবিধির ধারায় ফেলে মেসির বিপক্ষে রায় দেয়া হলো, চার ম্যাচ নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা করা হলো ৮ হাজার ব্রিটিশ পাউন্ড। এই নিষেধাজ্ঞার ফলে আর্জেন্টিনার হয়ে বলিভিয়ার বিপক্ষে খেলতে নামতে পারেননি মেসি। এরপর বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং পেরুর বিপক্ষেও মাঠে নামতে পারবেন না। মেসিহীন আর্জেন্টিনাকে ইতিমধ্যেই ২-০ গোলে হারিয়ে দিয়েছে বলিভিয়া। এবং আর্জেন্টিনা এ ধাক্কায় নেমে গেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। শুধু তাই নয়, আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে পারবে কি না সেটাই এখন পড়ে গেছে দারুণ শঙ্কায়।

Post a Comment

Previous Post Next Post