স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুলাউড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেছে কুলাউড়া উপজেলার অন্যতম সামাজিক সংঘঠন "ইউনিটি ইয়ুথ ক্লাব"।
২৬শে মার্চ রবিবার সকালে সংঘঠনটির সাধারন সম্পাদক সুদ্বীপ আচার্য্যের নেতৃত্বে ও পরিচালনায় কুলাউড়া আউটার হইতে এক বিশাল র্যালির মধ্য দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলাউড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সংঘঠনটির নেতৃবৃন্দরা।
এতে উপস্তিত ছিলেন সংঘঠনের সভাপতি শ্রীকান্ত মল্লিক এবং নেতৃবৃন্দ ও সদস্যের মধ্যে উপস্তিত ছিলেন অর্ক আচার্য্য, সজিব মল্লিক, সৌরভ কায়স্ত, চৌঃঅনিক ধর, জেবু, খায়রুল, অনুপম, শাওন, সুরঞ্জিত,
লাদেন, তন্ময়, রাজন, গোপাল, রাকিব, সেতু, ঝুটন, রুজেল, রিয়াজ, আদিত্য প্রমুখ।
