স্পোর্টস ডেস্কঃ সাদা জার্সিতে নিজেদের নাম লেখানোর পর থেকেই নানা আলোচনা-সমালোচনা সামলাতে হয়েছে বাংলাদেশকে। তবে এবার সুযোগ এসেছে নিজেদের প্রমান করার। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতলেই টেস্ট র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের জায়গাটা নিজেদের করে নেবেন মুশফিকুর রহিমরা।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আট পয়েন্ট (৬৯) পিছিয়ে থেকে, এই মুহূর্তে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬১। শ্রীলঙ্কার বিপক্ষে যদি ১-০ তে জয় তুলে নেন সাকিব-তামিমরা, সেক্ষেত্রে পয়েন্ট দাঁড়াবে ৭০। নতুন র্যাঙ্কিং অনুযায়ী, নয় নম্বরে নেমে আসবে ক্যারিবিয়ান দল। ২-০ তে জিতলে বাংলাদেশের পয়েন্ট আরো দুই বেড়ে, ৭২ হবে।
তবে সিরিজ হারলে খুব একটা প্রভাব পড়বে না বাংলাদেশের উপর। ১-০ তে হারলে আগের পয়েন্টই থাকবে। ২-০ তে হারলে দুই পয়েন্ট কমে ৫৯ হবে। সেক্ষেত্রে নয় নম্বরেই থাকতে হচ্ছে বাংলাদেশকে।
