কুলাউড়ায় জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের জন্মদিন পালিত

কুলাউড়ায় জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের  জন্মদিন পালিত
বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেনের জন্মদিন উপলক্ষে পথশিশুদের সাথে নিয়ে কেক কাটেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত চৌধুরী সত্যম। গত ৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় শহরের ইস্টার্ণ রেস্টুরেন্টে কেক কাটার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত বেসরকারী মেডিকেল ইন্সটিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম বাপ্পি, মাহবুব জামান শিহাব, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এহসান রশীদ চৌধুরী রনি, পংকজ দেবনাথ অপু, তারেক আহমেদ, মো. সালাউদ্দিন, শোভন আহমেদ, সিয়াম আহমেদ প্রমুখ। এসময় পথশিশুদের মাঝে ক্রিকেট খেলার সরঞ্জাম সামগ্রী উপহার হিসেবে তুলে দেয়া হয়।

Post a Comment

Previous Post Next Post