মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা
স্পোর্টস ডেস্কঃ আইপিএল নয়, জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করে নাও। দিন কয়েক আগে মোস্তাফিজকে এই বলে উপদেশ দিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মোস্তাফিজ সেই উপদেশ মাথায় রেখে এবার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চাচ্ছে না, এবার আইপিএল খেলতে যাক মোস্তাফিজ।চলতি বছরের আইপিএল শুরু হবে ৫ এপ্রিল। ঐদিনই ম্যাচ আছে মোস্তাফিজের দল সানরাইজার্সের। আর শ্রীলঙ্কায় বাংলাদেশের শেষ ম্যাচ ৬ এপ্রিল। তারমানে মোস্তাফিজকে প্রথম ম্যাচে সানরাইজার্স পাচ্ছে না এটা শতভাগ নিশ্চিত। শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে মে মাসের প্রথম সপ্তাহে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ক্যাম্পের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মশিরাফি ও বিসিবি চাচ্ছে জাতীয় দলের এ সব গুরুত্বপূর্ণ পর্বে দলের সঙ্গে থাকুক ‘ফিট’ মোস্তাফিজ। যে কারণে মোস্তাফিজকে এখনও আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। আর যেহেতু বেশি ম্যাচ খেলার সুযোগ পাওয়া যাবে না , তাই এবার আইপিএল না খেলারই চিন্তা ভাবনা করছেন মোস্তাফিজ। যদিও সানরাইজার্স হায়দরাবাদ তাকে পেতে চাচ্ছে, অন্তত কিছু দিনের জন্য হলেও। কিন্তু নানা পরিস্থিতির কারণে এবার আইপিএল খেলা হবে না, সেটা বুঝতে পারছেন মোস্তাফিজ। ভারতীয় একটি প্রখ্যাত ক্রীড়া ম্যাগাজিনকে তিনি বলেন,‘ আমার মনে হয়না এবার আইপিএল খেলতে পারব। এখনও বিসিবির অনুমতি পাইনি। আর পেলেও খুব বেশি ম্যাচ খেলা সম্ভব বলে মনে হয় না। কারণ মে’র প্রথম সপ্তাহে ফিরতে হবে। তাই এবার কি হয় বলতে পারছি না।’ ইনজুরি থেকে ফিরলেও নিজের আসল চেহারায় ফিরতে পারেননি মোস্তাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে পরিত্যক্ত ম্যাচে ওভার প্রতি সাড়ে সাত করে রান দিয়েছেন।ছোটখাটো প্রশ্ন আছে তার ফিটনেস নিয়েও। এই মুহূর্তে ফর্ম ফিরে পাওয়ার জন্য লড়ে যাচ্ছেন তিনি। সামনে জাতীয় দলের লম্বা ব্যস্ততার কারণে দীর্ঘমেয়দী ফিটনেস নিয়েও চিন্তাভাবনা করছেন মোস্তাফিজ। এসব কারণেই এবারের আইপিএল নিয়ে ভাবার তেমন সময় পাচ্ছেন না কাটার বয়। মোস্তাফিজ বলেন,‘ ইনজুরি থেকে ফিরেছি, কিন্তু এখনও ফর্ম ফিরে পাইনি। মশিরাফি ভাই আমাকে আইপিএল না খেলে জাতীয় দল নিয়ে ভাবতে বলেছেন। তার কথাও আমি গভীরভাবে চিন্তা ভাবনা করছি। সামনে জাতীয় দলের অনেক ব্যস্ততা। আমাকে তাই ফিট থাকতে হবে।’

Post a Comment

Previous Post Next Post