চিরনিদ্রায় শায়িত হলেন মিজু আহমেদ

চিরনিদ্রায় শায়িত হলেন মিজু আহমেদ
নিউজ ডেস্কঃ চোখের জল আর ফুল দিয়ে সহকর্মীকে বিদায় জানালেন চলচ্চিত্রবাসীরা। প্রিয় কর্মস্থল বিএফডিসিতে দ্বিতীয় নামাজে জানাযা ও শ্রদ্ধা নিবেদন শেষে গতকাল বিকালে কুষ্টিয়ায় মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন খ্যাতিমান খলঅভিনেতা মিজু আহমেদ।এর আগে সকাল ১০ টায় রাজধানীর পান্থপথে মরহুমের বাসার সামনে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজন। এদিকে মিজু আহমেদের লাশ বিএফডিসিতে নেওয়া হলে শেষবারের মতো তাকে এক নজর দেখার জন্য তারকাদের পাশাপাশি কিছু সাধারণ মানুষও ভিড় জমান। জানাযার আগে পরিচালক শেখ নজরুল ইসলাম বলেন, ‘আমার হাত ধরে মিজু আহমেদ চলচ্চিত্রে এসেছিলেন। তার জানাযা পড়তে সত্যিই অনেক কষ্ট হচ্ছে। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।’ মিজু আহমেদের জানাযায় অংশ নেওয়া তারকাদের মধ্যে আরও ছিলেন ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, ওমর সানী, আমিন খান, মিশা সওদাগর, সাইমন, জায়েদ খান, পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও অহিদুজ্জামান ডায়মন্ড প্রমুখ। উল্লেখ্য, গত ২৭ মার্চ রাতে ‘মানুষ কেন অমানুষ’ শিরোনামের একটি ছবির শুটিংয়ে ট্রেনে করে দিনাজপুর যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মিজু আহমেদ।

Post a Comment

Previous Post Next Post