বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এসএম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব’র পরিচালনায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন বড়লেখা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, প্রভাষক হাসিনা বেগ, বদরুল ইসলাম মনু প্রমুখ।
