আজ সিলেট আসছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

আজ সিলেট আসছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার সিলেটে আসছেন জাসদ'র সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ইউ.এস. বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাবেন।

শনিবার সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউজের সভা কক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থাকবেন তিনি।

এতে জাসদের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থেকে জাসদ সভাপতি ও মাননীয় মন্ত্রী মহোদয়কে বরণ এবং সিলেট বিভাগীয় প্রতিনিধি সভাকে সফল ও সার্থক করার আহবান জানিয়েছেন সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ ও সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া চৌধুরী এবং সিলেট মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ।

Post a Comment

Previous Post Next Post