প্রিমিয়ার ক্রিকেট লীগে সোনার বাংলা যুব সংঘ চ্যাম্পিয়ন

প্রিমিয়ার ক্রিকেট লীগে সোনার বাংলা যুব সংঘ চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার: কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এপেক্সিয়ান ছালেহ আহমদের পৃষ্ঠপোষকতায় এবং ন্যাশনাল স্পোর্টসের সহযোগিতায় প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৬ এর ফাইনাল খেলা গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। 
উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সূচনা যুব সংঘ, জয়পাশা বনাম সোনার বাংলা যুব সংঘ, আলালপুর। খেলায় ৪১ রানের ব্যবধানে সূচনা যুব সংঘ, জয়পাশাকে হারিয়ে সোনার বাংলা যুব সংঘ আলালপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল শেষে বিকাল ৩টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও চৌধুরী মোঃ গোলাম রাব্বির সভাপতিত্বে ও উপজেলা ক্রিকেট কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ নুরুল হক, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী মঈনুর রহমান সুয়েব, সিপিএর সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রবাসী কয়ছর রশীদ। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী কাবুল পাল, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এপে. ছালেহ আহমদ, জেলা কৃষকলীগের সদস্য আব্দুল মুক্তাদির, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সুমন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনি, সিপিএর সাবেক সহ-সভাপতি প্রবাসী দিলদার হোসেন চৌধুরী মিনার, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টু, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সারোয়ার রনি, কুলাউড়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক আক্তারুল আলম রুবেল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল।
নির্ধারিত ২০ ওভারের খেলায় টসে জিতে সোনার বাংলা যুব সংঘ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে তারা ২২৯ রান করে। জবাবে সূচনা যুব সংঘ ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট রাজিব স্মৃতি কৌলার রায়হান চৌধুরী এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন উজ্জল, টুর্নামেন্টের সেরা বোলার অমিত এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন রিপন আহমদ।

Post a Comment

Previous Post Next Post