৭ মার্চ থেকে শুরু মাহি-সোহমের ময়না

৭ মার্চ থেকে শুরু মাহি-সোহমের ময়না
বিনোদন ডেস্কঃ নতুন ছবি ‘ময়না’তে কাজ করতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এ খবর বেশ পুরনো। অনেক আলোচনা ছিলো কে হবেন এই ছবির নায়ক। শোনা যাচ্ছিলো দেব ও সোহমের নাম। তবে শেষ হাসি হাসলেন সোহমই। তিনিই আসছেন মাহির নায়ক হয়ে।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন। আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ময়না’ ছবির শুটিং। প্রথম লটে কলকাতাতেই হবে দৃশ্যধারণ। নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইলের কর্ণধার আরশাদ অদনান। তিনি জাগো নিউজকে বলেন, ‘ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন মাহিয়া মাহি। সবকিছু ঠিক থাকলে ‘ময়না’ আগামী ঈদে মুক্তি পাবে।’

ছবিটি নিয়ে অনন্য মামুন বলেন, ‘দেশের চলচ্চিত্রপ্রেমীদের নতুন রসায়নে ভিন্ন মাত্রার বিনোদন দিতেই মাহি ও সোহমকে নিয়ে এই ছবির যাত্রা। চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণের।’

ছবিটি নিয়ে বেশ আশাবাদী মাহিও। তিনি বলেন, ‘এর আগে আমি কলকাতার অঙ্কুশ ও ওমের বিপরীতে কাজ করেছি। এবার সোহমের বিপরীতে কাজ করবো। ভালো কিছুর প্রত্যাশা থাকছেই। আর ছবিটিতে আমি নাম ভূমিকায় অভিনয় করছি। তাই চ্যালেঞ্জও থাকছে। চেষ্টা করবো দর্শকদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে।’

Post a Comment

Previous Post Next Post