বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পইলট প্রকল্পের আওতায় মৌলভীবাজারে ৬টি মডেল ফার্মেসির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহরের বিভিন্ন সড়কে এ ফার্মেসিগুলো উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ঔষধ অধিদপ্তরেরর মহাপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
ফার্মেসিগুলো হচ্ছে, জেরিন ড্রাগ হাউজ, জান্নাত মেডিকম,ক্রিসেন্ট ফার্মেসি,আহমদিয়া ফার্মেসি,ত্রিধারা ফার্মেসি ও সাথি ফার্মেসি।