অনলাইন ডেস্কঃ নাসরিন সুলতানার দেওয়া তত্য প্রযুক্তি আইনের একটি মামলায় কারাগারে আছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। এরপর যৌতুক দাবিসহ সানির বিরুদ্ধে আরো দুটি মামলা করেন সানি।
নাসরিনের দাবি, তাকে বিয়ে করেছিলেন ক্রিকেটার সানি। যদিও সানির পরিবারের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছে।
এ অবস্থায় মঙ্গলবার কারাগারে সানিকে দেখে এসেছেন নাসরিন।
সানির অনুরোধেই নাসরিন কারাগারে তাদে দেখতে যান এবং সাক্ষাতকালে দুজন আপোসে পৌছার ব্যাপারেও সিদ্ধান্তে নেন বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।
আরাফাত সানি কারাগার থেকে বের হলেই দুজন বসে ঠিক করবেন কীভাবে মীমাংসা হবে।
এর আগে দুই পরিবারের মধ্যে মীমাংসার জন্য কয়েক দফা বৈঠক হয়েছিল। কিন্তু কোনো ফল হয়নি। পরে সানির অনুরোধে মঙ্গলবার কারাগারে দেখা করতে যান নাসরিন।
নাসরিন সুলতানা বলেন, ‘সানির অনুরোধে মঙ্গলবার কারাগারে দেখা করতে যাই। সেখানে মীমাংসার বিষয়ে দীর্ঘক্ষণ কথা হয়। আশা করছি দ্রুতই মীমাংসা হবে।’
এর আগে রোববার আরাফাত সানিকে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
