স্টাফ রিপোর্টারঃ ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের জাক-জমকপূর্ণ ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।
(২৪ ফেব্রুয়ারী) শুক্রবার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের সিআরপিতে দিনভর এ ফ্যামিলিডে অনুষ্ঠিত হয়।
ফ্যামিলিডেতে অংশ নেন, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র
প্রবাসী সাংবাদিক কয়ছর রশীদ, বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক
চৌধুরী আবু সাইদ ফুয়াদ,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ সভাপতি
শ্রী বিশ্বজিত দাস, সাপ্তাহিক সীমান্তের ডাকের (ভারপ্রাপ্ত) সম্পাদক সঞ্জয়
দেবনাথ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম সাজু, সহ সাহিত্য ও
প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম মছলু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া
ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, কোষাধ্যক্ষ শাহ আলম শামীম, দৈনিক অালোকিত সময় প্রতিনিধি একেএম জাবের, দৈনিক অর্থনীতির কাগজের প্রতিনিধি নাজমুল বারী সুহেল, বাংলাদেশ টুডের প্রতিনিধি শাকির আহমেদ, সংবাদ প্রতিদিনের কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, মানবকন্ঠের কুলাউড়া
প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি জিয়াউল হক
জিয়া, এনার বাংলাদেশ ব্যুরো প্রধান তুহিন আহমদ পায়েল, আমেরিকা ঠিকানার স্টাফ
রিপোর্টার মামুনুর রশীদ মিতুল, এইবেলার ব্যবস্থাপনা সম্পাদক শেখ রুহেল
আহমদ, দৈনিক
ভোরের পাতার প্রতিনিধি আব্দুল আহাদ, সীমান্তের ডাকের রিপোর্টার এস এইচ
সৈকত, অফিস সহকারী তসিম হাসান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংবাদমেইলের সম্পাদকমন্ডলীর সভাপতি সৈয়দ কামাল
হোসেন,জনতা ব্যাংকের ব্যবস্থাপক তাহমিনা আক্তার, পরিচালক কাতার প্রবাসী
মখলিছ আহমেদ,ক্রীড়া সংগঠক দিলদার হোসেন চৌধুরী মিনার, কাতার প্রবাসী
সাংবাদিক এম এ সালাম, ক্রীড়া সংগঠক আব্দুল আওয়াল মিন্টু, মানব ঠিকানার
সাবেক স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ, অনুকাব্য কামরাঙ্গার সম্পাদক
কামরুল হাসান,ঠিকানা পাঠক ফোরামের সাবেক সভাপতি সুরমান আহমদ, প্রবাসী
সাংবাদিক তানভীর শোভন, মানব ঠিকানার প্রতিনিধি সাইফুল আলম, ব্যবসায়ি এনামুল
হক খলিল প্রমূখ।
ফ্যামিলিডের সার্বিক তত্বাবধানে ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের ফ্যামিলিডের
চিফ কো-অর্ডিনেটর কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি রতন কুমার
দে স্বপন, সমন্বয়কারী যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মানজুরুল হক, সাহিত্য ও
প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম তনয়, কমিটির আহব্বায়ক সিনিয়র সহ সভাপতি
ময়নুল হক পবন, সদস্য সচিব নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ
নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক জসিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
আলাউদ্দিন কবির ও নির্বাহী সদস্য তাজুল ইসলাম।
বিপুল সংখ্যক সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানে সাংবাদিকদের স্ত্রী ও
সন্তানরা আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। নাচ, গান আর
অড্ডার ফাঁকে মোরগ লড়াই, ম্যাজিক বল, পুরুষদের প্যানাল্টি শট, ছোটদের বল
নিক্ষেপ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী এসব ক্রীড়া অনুষ্ঠানে সিআরপি
প্রাঙ্গন মুখোরিত হয়ে উঠে। ফ্যামিলিডেতে অংশগ্রহণকারী সকলের জন্য ছিল
র্যাফেল ড্র ও পুরষ্কার প্রদানসহ নানা রকম বিনোদনমূলক আয়োজন।
উল্লেখ্য, শাহজালাল সমবায় সমিতির সভাপতি (আল-আইন) ও রাশীদ আলী
ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাসী লোকমান হোসাইন আনুর সৌজন্যে
সাংবাদিক ও অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান শেষে অনুষ্ঠানের সমাপ্তি
হয়। পাশাপাশি কুলাউড়া প্রেসক্লাবের উপদেষ্ঠা জাবেদ খসরুর সৌজন্যে
প্রেসক্লাবের সকল সদস্যদের টি সার্ট উপহার দেন।