নিউজ ডেস্কঃ নতুন নির্বাচন কমিশন গঠন উপলক্ষে ২৮টি রাজনৈতিক দলের জমা দেয়া ১২৫ নামের মধ্য থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে চাওয়া প্রাপ্ত পরামর্শ অনুযায়ী সততা, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় তৃতীয়দিনের মতো সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা বলেন।
তবে সার্চ কমিটি রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া নামের বাইরেও প্রয়োজন মনে করলে কারো নাম প্রস্তাব করতে পারবে বলেও জানান তিনি।
এর আগে, সার্চ কমিটির আহ্বানে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত নাম জমা দেয় আওয়ামী লীগ ও বিএনপি। দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দলের পক্ষ থেকে পাঁচজনের নাম জমা দেন।
প্রায় একই সময়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বিএনপির পক্ষ থেকে পাঁচজনের নামের তালিকা জমা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।