চিত্রশিল্পী সালমান খান!

চিত্রশিল্পী সালমান খান!
বিনোদন ডেস্কঃ নায়ক থেকে চিত্রকর, নাকি চিত্রকর থেকে নায়ক? দু'টোই পাশাপাশি। একটা তার পেশা, আরেকটা নেশা। শুটিং না থাকলেই পেন্সিল, তুলি আর সাদা ক্যানভাস নিয়ে বসে যান বজরঙ্গি ভাইজান। গভীর মনোযোগ দিয়ে ছবি আঁকেন। একদম পেশাদার চিত্রশিল্পীর মতো।

সম্প্রতি তার আঁকা কিছু চিত্রকর্ম স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ছবিগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যম একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সালমান খান যখন শুটিং করেন না, তিনি ফিরে যান তার ছবি আকার স্টুডিওতে। কেননা তার ‘প্যাশন’ হলো পেইন্টিং। কখনো আঙ্গুল, তুলি, পেন্সিল দিয়েই বানিয়ে ফেলেন স্কেচ। যার মধ্যে আছে, ধ্যানমগ্ন বুদ্ধ, কখনও যিশুখ্রিস্টসহ নিজের সিনেমার পোস্টারও।

তার এ শিল্পীসত্ত্বা নিয়ে সোনাক্ষী সিনহা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ফ্যাশন ডিজাইনিং করেছি, তাই আমি আঁকতে পারি। তবে তুলি ধরতে ভয় পেতাম। সালমান আমায় সে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। সে আসলেই ভালো চিত্রশিল্পী। ’

Post a Comment

Previous Post Next Post