বাংলাদেশ স্কাউটস আয়োজিত রচনা প্রতিযোগিতায় জবির সাফল্য

বাংলাদেশ স্কাউটস আয়োজিত রচনা প্রতিযোগিতায় জবির সাফল্য
জবি প্রতিনিধি: স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬০তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতরে ২২ ফেব্রুয়ারি এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রার্থনা সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে কেক কাটা, ব্যাডেন পাওয়েলের জীবনীর উপর প্রামাণ্যচিত্র, স্কাউটিং এর তিন স্তর তথা- কাব, স্কাউট এবং রোভারদের মধ্যে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং আলোচনাসভার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান।

রোভার স্কাউট শাখার 'রচনা প্রতিযোগিতায়' দেশের সর্বাধিক "প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড" অজর্নকারী ও দেশের বৃহত্তম রোভার স্কাউট গ্রুপ- জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দুইজন রোভার যথাক্রমে ১ম এবং ২য় স্থান অধিকার করেন। উল্লেখ্য, ১ম স্থান অধিকার করেছেন - রোভার কামরূজ্জান আয়াজ এবং ২য় স্থান অধিকার করেছেন - রোভার মো. এনামুল হাসান কাওছার।

Post a Comment

Previous Post Next Post