বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের বড়লেখা-শাহবাজপুর সিএ্যান্ডবি সড়কের উত্তর চৌমুহনী থেকে বড়লেখা ডিগ্রি কলেজ এলাকার ব্রিজ পর্যন্ত ৮০০ মিটার রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এ কাজের উদ্বোধন করেন।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এতে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৭০ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, কাতার আওয়ামী লীগের সভাপতি কপিল উদ্দিন, হুইপের একান্ত সহকারি সচিব কবিরুজ্জামান চৌধুরী, কাউন্সিলর জেহীন সিদ্দিকী, আব্দুল মালিক জুন, পৌরসভার প্রকৌশলী নুরুল আলম, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ঠিকাদার জালাল আহমদ, যুবলীগ নেতা আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম প্রমুখ।