কর্মধায় টিভি এন্ড টিভি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

কর্মধায় টিভি এন্ড টিভি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধায় টিভি এন্ড টিভি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। 

২৪ ফেবুয়ারী শুক্রবার রাত সাড়ে ৯টায় কর্মধা ক্রীড়া উন্নয়ন পরিষদ ও ইয়াং স্টার ক্লাব পাট্টাই’র আয়োজনে কাঠালতলী বাজার সংলগ্ন মাঠে এ খেলার পুরষ্কার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল হক হারুনের সভাপতিত্বে ও আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সিলেট-এর সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ বলেন, লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে, বিশ্বের দরবারে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা উচু করে ধরে রেখেছে দেশের দামাল ক্রিকেটাররা। আমি মনে করি, আজকের আয়োজকরা তৃনমূল থেকে মেধাবিদের খুঁজে এনে তারাও এভাবে ব্যাডমিন্টনের মধ্যদিয়ে আগামী দিনে দেশে বিদেশে সু-নাম অর্জনের সাক্ষর রাখবে। আমার অবস্থান থেকে সবসময় তোমাদের পাশে আছি, পাশে  থাকবো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কুলাউড়া উপজলা শাখার আহবায়ক আশিকুর রহমান ফটিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক হোসেন মোহাম্মদ মনসুর, ইউ.পি আ’লীগের সাধারণ সম্পাদক মছলু আমিন, উপজেলা আ’লীগের সদস্য ফারুক আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, সাবেক সহ-সভাপতি ফয়জুর রহমান ফয়েজ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post