অনলাইন ডেস্কঃ সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানদের নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পরিষদে এক বৈঠকে ওই প্যানেল চেয়ারম্যানদের নির্বাচিত করা হয়।
সবায় সকলের সর্বসম্মতিক্রমে প্রথম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে ৬নং ওয়ার্ডের সদস্য জয়নাল আহমদকে, দ্বিতীয় হয়েছেন ১৩ নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ। নারী কোটায় নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ১, ২, ও ৩ ওয়ার্ডের সদস্য আমাতুজ জোহরা রওশন জেরিন রুবা।
এ সময় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান সহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান লুৎফুর রহমান প্যানেল চেয়ারম্যানদের নির্বাচন করার অভিনন্দন জানান। বলেন- জেলা পরিষদের সবাই এক ও ঐক্যবদ্ধ। এ কারনে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই প্যানেল চেয়ারম্যানদের নির্বাচিত করা হয়েছে। আগামী দিনে সিলেটের উন্নয়নে দায়িত্ব পালনে জেলা পরিষদের সবাই ঐক্যবদ্ধ থেকে উল্লেখযোগ্য ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।