এডুকেশন হোম চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০১৭ সম্পন্ন


 এডুকেশন হোম চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০১৭ সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরনে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়িনের এডুকেশন হোম সংস্কৃতি বিভাগ গত বৃহস্পতিবার আয়োজন করে " এডুকেশন হোম চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০১৭ । 
উক্ত চিত্রাঙ্কন আসরে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় একশত জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দুই শিফটে পরিক্ষার আয়োজন করা হয়। ১ম শিফট শুরু হয় বিকাল ৩ টায় এবং ২য় শিফট শুরু হয় বিকাল ৪ টায়। সময় নির্ধারিত ছিল ৩০ মিনিট। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগীর আকে শহীদ মিনার, জাতীয় পতাকা, জাতীয় পাখি দোয়েলের ছবি। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, ভাষা শহীদদের ছবি, প্রাকৃতিক দৃশ্য, বসন্ত কালের প্রকৃতির সাথে কোকিল পাখির ছবি। প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হবে আগামী মার্চ মাসের ১ম সপ্তাহে এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হবে মার্চের শেষ সপ্তাহে। এ, বি এবং সি এই তিন গ্রেডে ফলাফল প্রকাশিত হবে। বাকি অংশগ্রহণকারী প্রতিযোগীরা পাবে বিশেষ পুরষ্কার। 

Post a Comment

Previous Post Next Post