কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের বন প্রহরী সুন্দর মিয়া (৩০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বাঘাছড়া বন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুন্দর মিয়া বাঘাছড়া এলাকার বুদাই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেল থেকে সুন্দর মিয়া নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে বাঘাছড়া বনের ভেতরে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন তার ভাই। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। দেহে আঘাতের চিহ্ন রয়েছে।