স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শহরের বিশিষ্ট সমাজসেবক, সাবেক মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর বি এন এস বি চক্ষু হাসপাতাল-এর অবৈতনিক সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ, এডভোকেট গত ১০জানুয়ারী মঙ্গলবার ভোর ৬ ঘটিকার সময় মৌলভীবাজার সদর হাসপাতাল-এ ইন্তেকাল করেছেন (ইন্না ----রাজিউন)। শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে বেলা ১ টায় আনা হয় । পরে বেলা ২টায় মৌলভীবাজর পৌরসভা প্রাঙ্গন এবং ৩ টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন-এ নেওয়া হয়। বিকাল ৪ টা ৪৫ মিনিটে মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ শেষে সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) দরগাহ প্রাঙ্গনে তাঁর লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মুতুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার –আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন,বি এন এস বি-র সভাপতি ও জেলা প্রশাসক,তোফায়েল ইসলাম, অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব,উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূনসহ জনপ্রতিনিধি, সাংবাদিক , আইনজীবী, রাজনীতিবীদ, ব্যবসায়ী, শিক্ষক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী ও পেশার লোকজন।
