ইয়ূথ এন্ডিং হাঙ্গার শাহপরান ইউনিটের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইয়ূথ এন্ডিং হাঙ্গার, শাহপরান ইউনিটের  স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ ইয়ূথ এন্ডিং হাঙ্গার, শাহপরান (সিলেট) ইউনিটের  স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় গত ২৫ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় চিকনাগোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। প্রায় ৬০০ ছাত্রছাত্রীকে হাতেকলমে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা, তারা কিভাবে নিজেদের কে সুরক্ষিত রাখতে পারে এবং সেই সাথে অভিভাবকদের কে ও এই বিষয় সম্পর্কে সচেতন করা হয়।

ইয়ূথ এন্ডিং হাঙ্গার শাহপরান ইউনিটের  স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
ইয়ূথ এন্ডিং হাঙ্গার সিলেটের ফেসিলিটেটর কামাল আহমদ গাজীর পরিচালনায় চিকনাগোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি মাওলানা মুহিবুর চৌধুরীর সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনাগোল ইউয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক নুরুল আহমদ, সহকারি শিক্ষক সুমন আহমদ, রাজিয়া বেগম, ৯ নং ওয়ার্ড মেম্বার আহমদ হোসেন চৌধুরী।
ইয়ূথ এন্ডিং হাঙ্গার শাহপরান ইউনিটের  স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রধান অতিথি উনার বক্তব্যে তুলে ধরেন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য। উনি বলেন আগে আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের কে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে তাহলে আপনার কোমলমতি শিশুটিকে সুস্থ্য সবল রাখতে পারবেন। এতে আর কোন রোগ বালাই অনেকটা কমে যাবে, তারা টিক মত ষ্কুলে আসতে পারবে, পড়ালেখায় মনোযোগী হবে। কোন শিশুই ষ্কুল থেকে আর ঝরে পড়বেনা। তারা টিকমত খেলাধুলা অংশগ্রহণ করবে। এরাই হচ্ছে আগামি দিনের জাতীর কাণ্ডারি। এদের সঠিক ভাবে যত্ন নেয়া উচিৎ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেসিলিটেটর মারুফুজ্জামান অসিন, ইয়ূথ লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল আহমদ, জুমান হোসেন জয়, আখলিমা, আলো, শিপার, জুয়েল, তামান্না,  দিলিপ, রাব্বি, কামরুল, সাদিয়া, হুসাইন, রিমা,  শাহমির, সুয়েব, মাহবুভ, ওয়াহিদা, রাজকুমার প্রমুখ।
ইয়ূথ এন্ডিং হাঙ্গার শাহপরান ইউনিটের  স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Post a Comment

Previous Post Next Post