স্টাফ রিপোর্টারঃ ‘শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন,‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগান সামনে রেখে কুলাউড়ায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
(৯ জানুয়ারি) সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাক বাংলোতে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাদেও সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,নবাগত নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী,সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ তানভীর হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামছুদ্দোহা পিপিএমসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
উল্লেখ্য কুলাউড়া উপজেলা প্রশাসন আয়োজনে মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এ মেলার কার্যক্রম চলবে।


