আমিরাতে সিলেট ব্যবসায়ী কল্যাণ সংস্থার অভিষেক

আমিরাতে সিলেট ব্যবসায়ী কল্যাণ সংস্থার অভিষেক
বিশেষ প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তর সিলেট প্রবাসী ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) আল-আইন রোটনা হোটেল হল রুমে অনুষ্ঠিত হয় এ অভিষেক অনুষ্ঠান। সংস্থার সভাপতি আলহাজ্ব নুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুল গণি।

সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম মুজিবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মিসবাহ উদ্দিন, সহসভাপতি আলতাফ হোসেন, সৈয়দ আব্দুর রফিক নাজমু, জনতা ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান, শহিদুর রহমান, সাইফুল ইসলাম, আরিফ সার্দার রাজন, আব্দুল্লাহ, মাওলানা ইছহাক, ওয়াহিদুজ্জামান বাবুল, আব্দুল কাদির, রফিক আহম্মদ, আব্দুস সালাম আহাদ, শফিকুর রহমান, মুজিবুল ইসলাম, হাজি ইব্রাহিম, মুয়াজ্জম হোসেন বাবু ও আব্দুর নুর।

এতে আরও উপস্থিত ছিলেন ড. এম আর খান, ড. নুরুল আমিন, ড. মুস্তাফিজুর রহমান, ইউছুপ শরীফ টিপু, শিহাবুল আম্বিয়া, প্রকৌশলী মাকসুদ, ড. মাহবুবুল হক, ম্যানেজার ইকবাল হোসেন, এম এ হান্নান হিরু, আক্তার হোসেন বাদল, আব্দুল কাদির সিদ্দিকি, উত্তম হাওলাদার প্রমুখ।

পরে দেশের কালজয়ী গানের সঙ্গে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে মাতিয়ে রাখে শিল্পী উর্মী হাওলাদার, সঞ্জিত কুমার শীল, মুহাম্মদ সোহাগ, বিকাশ বড়ুয়া, লিটন শীল।

Post a Comment

Previous Post Next Post