বড়লেখায় বই বিতরণ ও শিশু বরণ উৎসব

মৌলভীবাজার বই বিতরণ ও শিশু বরণ উৎসব
বড়লেখা প্রতিনিধিঃ সারাদেশের মতো মৌলভীবাজারের বড়লেখায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকালে পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে প্রাথমিক ও ইবতেদায়ির পাঠ্যপুস্তক উৎসবের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া এদিন শহরের এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রামতলা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মুহাম্মদীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, পাথারিয়া ছোটলিখা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত হয়।

সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়: এসএমসি সভাপতি সফিক উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন ছাড়াও বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্দি দেব, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক বদরুল হোসেন প্রমুখ।

গ্রামতলা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা: মাদ্রাসার সুপারেন্ডেন্ট ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী প্রমুখ।

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়: পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, সাংবাদিক লিটন শরীফ, নজরুল একাডেমীর উপদেষ্টা জুনেদ রায়হান রিপন প্রমুখ।

এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়: এসএমসি সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও শিক্ষক তোফাজ্জল হোসেন শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, প্রধান শিক্ষক মাকসুদুর রহমান, সমাজসেবক হাজী আব্দুস সাত্তার, আব্দুল মালিক, কমর উদ্দিন, আলা উদ্দিন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post