অনলাইন ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বালায় উৎপত্তি হওয়া ৫.৫মাত্রার ভূমিকম্পে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ব্যপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ভূ-কম্পনের উৎপত্তিস্থল আম্বালা কমলগঞ্জ উপজেলা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূকম্পনের ফলে উপজেলার শতাধিক ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও অর্ধশতাধিক এলাকার মাঠ ও ফসলি জমিতে ফাটল সৃষ্টি হয়ে বালি ও পানি ভূপৃষ্ঠে উঠে আসে।
এছাড়াও উপজেলার নবনির্মিত অডিটোরিয়াম ভবন দেবে যায় ও ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।
উপজেলার শমসেরনগর বাজারে একটি তিনতলা রেস্টুরেন্টে মারাত্মক ফাটল দেখা দিয়েছে বলেও জানা গেছে।
উপজেলার কুমড়াকাপনসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাটেও ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানান।
কমলগঞ্জের স্থানীয় সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল কমলগঞ্জের খুবই কাছে হওয়ায় কমলগঞ্জে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে উপজেলার সকল অংশের খবর এখনো জানা যায়নি।
কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান জানান, ভূমিকম্পে উপজেলার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এখনো সম্ভব হয়নি।
তিনি বলেন, ”বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে উপজেলা প্রশাসন ও পরিষদ একসাথে কাজ করে যাচ্ছে”।
