স্টাফ রিপোর্টার: সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যোগে ও রাশীদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট্ট শিশু তামিমের হার্টের চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা ও ভূকশীমইল ইউনিয়নের কোরবানপুর গ্রামের মনির আলীর স্ত্রী রহিমা বেগমকে এক বান্ডেল ঢেউটিন প্রদান করা হয়।
রোববার ১ জানুয়ারি বিকেল ৪টার দিকে সীমান্তের ডাক কার্যালয়ের সম্মুখে তামিমের পিতা আলম মিয়ার হাতে নগদ ৫হাজার টাকা এবং রহিমা বেগমকে ঢেউটিন তুলে দেওয়া হয়। এসময় উপস্তিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও রাশীদ আলী ফাউন্ডেশনের সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নি, প্রাক্তন শিক্ষক দুদু মিয়া, ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, দৈনিক সকালের খবরের প্রতিনিধি ও কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক প্রচার সম্পাদক আতিকুর রহমান আখই, দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি ও সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি ও কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ কে এম জাবের, ব্যবসায়ী মাছুম আহমদ, প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, সাবেক মহিলা ইউপি সদস্য রানু বেগম, নারীকর্মী সুফিয়া হক, মমতাজ হাসান, পারভীন বেগম, ঝর্ণা আক্তার, ফাউন্ডেশনের সদস্য হাসিনা আক্তার, সৈয়দ আলী আহমদ, ব্যবসায়ী হাজী ফয়জুর রহমান, আছকর আলী, রাজ্জাক মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে রাশীদ আলী ফাউন্ডেশনের সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নি মৌলভীবাজার জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হওয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।