বিজিবিতে যুক্ত হলো প্রশিক্ষণপ্রাপ্ত ১৮টি ভারতীয় কুকুর

বিজিবিতে যুক্ত হলো প্রশিক্ষণপ্রাপ্ত ১৮টি ভারতীয় কুকুর
অনলাইন ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ১৮টি ভারতীয় কুকুর আনা হয়েছে। শনিবার দুপুরে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে কুকুরগুলো আনা হয়।

ভারতের মধ্যপ্রদেশে ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে ৬ মাসের ডগ স্কোয়াড ট্রেনিং শেষে বিজিবির সহকারী পরিচালক শাহাদৎ হোসেনের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল কুকুরগুলো নিয়ে আসেন। ভারতীয় ৩২ হাজার রুপিতে এক একটি কুকুর কেনা হয়েছে।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর দিয়ে সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান জব্দ করার কাজে নিয়োজিত করা হবে।

Post a Comment

Previous Post Next Post