অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার ওয়ার্নার

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার ওয়ার্নার
অনলাইন ডেস্কঃ ২০১৬ সালে ব্যাট হাতে দারুণ সব ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার। সব ফরম্যাট মিলিয়ে গত বছরে মোট দুই হাজার ৪২০ রান করেন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান।

সেরা নির্বাচিত হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইটে এক বিবৃতিতে ওয়ার্নার বলেন, 'আমার সতীর্থ ও (অস্ট্রেলিয়া অধিনায়ক) স্টিভেন স্মিথকে ধন্যবাদ- তোমাদের ছাড়া আমি এখানে থাকতাম না; কারণ এটা একটা দলীয় খেলা। '

সবসময় পাশে থাকার জন্য সমর্থকদেরকেও ধন্যবাদ জানান তিনি।

এছাড়া পেসার মিচেল স্টার্ক ২০১৬ সালের অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড় এবং অলরাউন্ডার শেন ওয়াটসন বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post