‘পুলিশ সাংবাদিক নির্যাতন করে না, মাঝেমধ্যে ধাক্কাধাক্কি হয়’

‘পুলিশ সাংবাদিক নির্যাতন করে না, মাঝেমধ্যে ধাক্কাধাক্কি হয়’
মৌলভীবাজার প্রতিনিধিঃ পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না তবে মাঝেমধ্যে ধাক্কাধাক্কি হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সিংরাউলী মাঠে দুইদিনব্যাপী ‘প্রাক্তন ছাত্র পুণর্মিলনী ও পিঠামেলা-২০১৭’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না। মাঝেমধ্যে পুলিশের সাথে ধাক্কাধাক্কি লেগে যায়। বৃহস্পতিবার তাই হয়েছে। এখন পুলিশ আগের চেয়ে অনেক ভালো।

সার্চ কমিটি বিষয়ে তিনি বলেন, আপত্তি ছাড়া বিএনপি কোনো বিষয়েই মানে না। আপত্তি করাই বিএনপি’র প্রক্রিয়া। সময়মতো তারা নির্বাচনে ঠিকই যাবে।

তিনি আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক না থাকলে উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক ইনভেস্ট করেছেন। আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

শমশেরনগর প্রাক্তন ছাত্র পুণর্মিলনী পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. মুর্শেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কারা মহা-পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দীন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. আব্দুল মতিন এমপি, সৈয়দা সায়েরা মহসীন এমপি, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post