দুবাইয়ে মৌলভীবাজারের আসাদ এর কৃতিত্ব

দুবাইয়ে মৌলভীবাজারের আসাদ এর কৃতিত্ব
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের ছেলে আসাদ মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব দুবাই’র ইউনিভার্সিটি অব সার্জা থেকে এলএলবি পরীক্ষায় ৪১৪ জন্য শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ মার্ক ৪ পয়েন্ট পেয়ে কৃতিত্বের সাথে প্রথম স্থান অর্জন করেছে। এজন্য তাকে সংযুক্ত আরব আমিরাত এর সার্জার বাদশা ডক্টর সুলতান বিন মোহাম্মদ আল কাসেমী আনুষ্ঠানিক ভাবে আসাদকে স্বর্ণ পদক প্রদান করেন। এছাড়া তিনি ২০০৭ সাথে আন্তর্জাতিক ক্বারী প্রতিযোগীতায় ১ম স্থান অর্জনসহ অন্যান্য একাডেমীক পরীক্ষা গুলোতে এপ্লাস পেয়ে উক্তির্ণ হয়েছেন। আসাদ মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর ইউনিয়নের জামেয়া রহমানীয়া’র প্রতিষ্টাতা প্রিন্সিপাল মাওলানা জামিল আহমদ আনসারীর তৃতীয় ছেলে। আসাদ ভবিষ্যতে পিএইচডি ডিগ্রী অর্জন করে শিক্ষকতা পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান। 

Post a Comment

Previous Post Next Post