বড়লেখায় উপজেলা কাব ক্যাম্পুরীতে মহাতাঁবু জলসা

বড়লেখায় উপজেলা কাব ক্যাম্পুরীতে মহাতাঁবু জলসা
বড়লেখা প্রতিনিধি: “কাব করবো জীবন গড়বো” এই থীমকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় পাঁচদিনব্যাপী ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী’র চতুর্থ দিনগত রাতে অনুষ্ঠিত হয়েছে মহাতাঁবু জলসা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় শহরের পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয় (পি.সি) ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহাতাঁবু জলসা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

কাব ক্যাম্পুরীতে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জলসা সম্পন্ন হয়। এসময় অনুষ্ঠান উপভোগ করতে শহরের হাজারো মানুষ স্কুল প্রাঙ্গণে জড়ো হন।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস্রে সাধারণ সম্পাদক লুৎফর রহমান চুন্নু ও ক্যাম্প মার্শাল মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মর্কা সমীর কান্তি দেব, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল্লাহ।

উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এডভোকেট গোপাল দত্ত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, প্রভাষক নিয়াজ উদ্দিন, শিক্ষক রিয়াজুল ইসলাম, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন প্রমুখ।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের পুরষ্কার ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হবে।

এর আগে শনিবার (২১ জানুয়ারি) বিকেলে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০১৬ইং এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।

Post a Comment

Previous Post Next Post